আমি নিরপেক্ষ তবে মজলুম জনতার পক্ষে : ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ২৭, ২০২২

কফিল উদ্দিন আনু;
উখিয়ায় রোহিঙ্গা আসার পর হইতে উখিয়ার কুতুপালং সহ আশপাশ এলাকার জায়গা জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় প্রতিনিয়ত দখল, বেদখলের ঘটনা ঘটছে। সম্প্রতি কয়েকটি স্থানে দখল বেদখলের ঘটনার সহিত রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন জড়িত আছে মর্মে কিছু কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করে ইউপি সদস্য বলেন- আমি নিরপেক্ষ তবে মজলুম জনতার পক্ষে। আমি ভাল থাকব আমার ওয়ার্ডের জনসাধারনকে নিয়ে। গত মঙ্গলবার (২১ জুন) কুতুপালং বাজার এলাকায় দখল সংক্রান্ত উত্তেজনকর পরিস্থিতি নিরসনে আমার প্রচেষ্টা ছিল এলাকার আইনশৃঙ্খলা যাতে সুষ্ঠ ও সুন্দর থাকে।
উক্ত সংঘটিত ব্যাপারটি বর্তমানে উখিয়া উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী দেখভাল করেছেন। আমি এলাকাবাসীকে শান্ত থাকার আহব্বান জানাচ্ছি।