আধুনিক ফুটবলের অন্যতম জনক, সর্বকালের সেরা ফুটবল যাদুকর ডিয়েগো আর নেই!

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২০

 

বিশ্বের অন্যতম সেরা ফুটবল লিজেন্ড, আধুনিক ফুটবলের জনক, কিংবদন্তি ফুটবলার, বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ট খেলোয়াড়, আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার, বাঁ পায়ের অত্যন্ত চমৎকার কৌশলী প্রাণ ভোঁমড়া, ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক ও গোল্ডেন বলজয়ী প্লেয়ার, ১৯৯০ ফুটবল বিশ্বকাপে ভগ্ন এক নিরামিশ দলকে নিয়ে যার একক নৈপুণ্যতায় আর্জেন্টিনাকে রানার্স আপ পর্যন্ত নিয়ে যাবার সেরা কারিগর, বিংশ শতাব্দীর সেরা গোল রচয়িতা,আমাদের শৈশব-কৈশোরের ফুটবলের নায়করাজ, যার খেলা দেখে ও যার সম্পর্কে শুনে বাংলাদেশে অগণিত আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকগোষ্টির সৃষ্টি এবং যার শেষ বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য আমরা ১৯৯৪ সালে রাজপথে আন্দোলন করে এইচএসসি পরীক্ষা প্রায় দেড়মাস (১৫ জুন ১৯৯৪ শুরুর বদলে হয় ০১ আগস্ট ১৯৯৪) পিছাতে বাধ্য করেছিলাম আমাদের পরীক্ষাগ্রহনের কর্তৃপক্ষকে-সেই কিংবদন্তী ফুটবল প্লেয়ার দিয়াগো আরমান্দো ম্যারাডোনা বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়া ও এশিয়ার দেশসমূহসহ সারাবিশ্বের কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে, শোকের সাগরে ভাসিয়ে গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন। আমি মনে করি জীবন্ত কিংবদন্তি ম্যারাডোনাকে দেখেই গত ৩৪ বছর আর্জেন্টিনাসহ বিশ্বের তাবৎ ফুটবলপাগল দেশগুলোর সব ফুটবল প্লেয়ার অনুপ্রাণিত হয়েছেন, ফুটবলের নতুন নতুন ট্যাকনিক, স্ট্রেটেজী গ্রহন করেছেন এবং ম্যারাডোনার আকাশচুম্বী জনপ্রিয়তা প্রায় সব ভাল খেলোয়াড়ের মাঝে ভক্তরা ম্যারাডোনার ছায়া দেখতেন।দেশ বিদেশের ফুটবলপ্রেমী ভক্তরা আজ গভীর শোকাচ্ছন্ন। যেখানে থাক, ভালো থেকো হে বাঁ-পায়ের মিশাইলখ্যাত ক্ষুদে ফুটবল যাদুকর ডিয়েগো ম্যারাডোনা!

এম আয়াজ রবী

লেখক, কলামিষ্ট ও মানবাধিকার কর্মী

( সীমান্তবাংলা/ ২৬ নভেম্বর ২০২০)