আগামী ১৬ জুলাই শহরের যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুলাই ১৫, ২০২১

 

এন আলম আজাদ

কক্সবাজার শহরের প্রধান রাস্তার সড়ক ও জনপথ বিভাগের উন্নয়ন কাজ ত্বরান্বিত করার লক্ষ্যে বৈদ্যুতিক লাইন,খুঁটি সরানো,জরুরী মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য বিউবো এর অধীন পৌর শহরের বিভিন্ন এলাকার ১১ কেভি ফিডারের আওতাধীন আগামী ১৬ জুলাই মঙ্গলবার সকাল ৬ঃটা থেকে বিকেল ৪ঃটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।কক্সবাজার পিডিবির সহকারী প্রকৌশলী উৎপল ভৌমিক কক্সবাজার কক্স টাইম ২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান,প্রধান সড়কের সংস্কার ও উন্নয়ন কাজের জন্য উল্লেখিত সময়ে বৈদ্যুতিক লাইন ও খুঁটি স্হানান্তর কাজ চলমান থাকবে।এই কারণে ঐ সমস্ত এলাকায় সাময়িক বিদ্যুৎ বন্ধ থাকার বিষয়ে সংশ্লিষ্ট এলাকায় মাইকিংও করা হয়েছে। কক্সবাজার শহরের যেসব এলাকায় বর্ণিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেসব এলাকা গুলো হলো-পুরাতন কমার্স কলেজ রোড,টেকপাড়া,চাউল বাজার,বড় বাজার,বাজার ঘাটা,পান বাজার রোড,লালা দিঘির পাড়,সিনেমা রোড,এন্ডারসন রোড,কস্তুুরা ঘাট,পেশকার পাড়া,নাফাঙ্জা পাড়া,উত্তর হাজি পাড়া,লিংক রোড,জানার ঘোনা,দক্ষিণ মহুুরি পাড়া,সাদর পাড়া,ঝাউতলা গাড়ির মাঠ,সৈকত মার্কেট, এয়ারপোর্ট রোড,বদর মোকাম,চেয়ারম্যান পাড়া,মধ্যম নুনিয়া ছড়া,৬ নং ঘাট,উত্তর নুনিয়ার ছড়া,মেডিকেল কলেজ,হলিডে মোড় হইতে লাবনী মোড় পর্যন্ত,ছাতা মার্কেট,ট্যুরিস্ট পুলিশ অফিস,হোটেল কল্লোল,লাবনী মোড় হইতে পাসপোর্ট অফিস,বিএসটিআই অফিস,কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষ,সমিতি পাড়া,সমিতি বাজার,নাজিরার টেক,বিয়াম ফাউন্ডেশন,বিমানে ঘাটিঁ সংলগ্ন এলাকা,বাহার ছড়া,মধ্যম বাহার ছড়া,এসপি অফিস এলাকা ও বিসিক এলাকা সহ তৎসংলগ্ন এলাকা সমুহ।সহকারী প্রকৌশলী আরো জানান,তারা গ্রাহকদের কষ্টের কথা মাথায় রেখে যতটুকু সম্ভব ক্ষুদ্র ক্ষুদ্র এলাকায় বিদ্যুৎ বন্ধ রেখে কাজ করার চেষ্টা করবেন।যদি সম্ভব না হয় তাহলে পুরো এলাকায় বিদ্যুৎ বন্ধ রেখে কাজ চালিয়ে যাবেন।তবে নিদিষ্ট সময়ের আগেই ঐ সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ দেয়ার প্রাণান্তর চেষ্টা থাকবে বলেও জানান কক্সবাজার পিডিবির ঐ কর্মকর্তা।এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের সহযোগীতা কামনা সহ সাময়িক অসুবিধার জন্য পিডিবির পক্ষ থেকে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন।

সীমান্তবাংলা / ১৫ জুলাই ২০২১