আগামীকাল কক্সবাজার শহরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ৪, ২০২১

এন আলম আজাদঃ

কক্সবাজার শহরের প্রধান রাস্তায় সড়ক ও জনপথ বিভাগের উন্নয়ন কাজ ত্বরান্বিত করার লক্ষ্যে বৈদ্যুতিক লাইন,খুঁটি সরানো,জরুরী মেরামত ও রক্ষাণাবেক্ষণের জন্য বিতরণ বিভাগ (বিউবো)এর অধীন কক্সবাজার পৌর শহরের বিভিন্ন এলাকার ১১ কেভি ফিডারের আওতাধীন লাবনী মোড় হইতে কলাতলী পর্যন্ত হোটেল মোটেল জোনের রাস্তার পূর্ব এবং পশ্চিম পার্শ্ব, লাইট হাউজ পাড়া, সরণ সৈকত আবাসিক এলাকা, সৈকত পাড়া- ব্লক-এ, ব্লক-বি, ব্লক-সি, ফাতের ঘোনা, এটমিক এনার্জি অফিস সংলগ্ন এলাকা,

সী-গাল রোড, আর্মি রেস্ট হাউজ, সাংস্কৃতিক কেন্দ্র, হলিডে মোড় হইতে লাবনী মোড় পর্যন্ত, ছাতা মার্কেট, ট্যুরিস্ট পুলিশ অফিস, হোটেল কল্লোল, লাবনী মোড় হইতে পাসপোর্ট অফিস, বি এস টি আই অফিস, এন এস আই অফিস, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ অফিস, সমিতিপাড়া, নাজিরার টেক, বিয়াম ফাউন্ডেশন, ডিজিএফাই সেফ হাউজ সহ তৎসংলগ্ন এলাকায় ৫ জুন শনিবার সকাল ৭ঃ০০ টা থেকে বিকেল ৪ঃ৩০ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।কক্সবাজার পিডিবির সহকারী প্রকৌশলী উৎপল ভৌমিক নিউজ ২৪ ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান,প্রধান সড়কের সংস্কার ও উন্নয়ন কাজের জন্য উল্লেখিত সময়ে বৈদ্যুতিক লাইন ও খুঁটি স্হানান্তর কাজ চলমান থাকবে।

 

এই কারণে বর্ণিত এলাকায় সাময়িক বিদ্যুৎ বন্ধ থাকার বিষয়ে সংশ্লিষ্ট এলাকায় মাইকিংও করা হয়েছে।ঐ সহকারী প্রকৌশলী আরো জানান,তারা গ্রাহকদের কষ্টের কথা মাথায় রেখে যতটুকু সম্ভব ক্ষুদ্র ক্ষুদ্র এলাকায় বিদ্যুৎ বন্ধ রেখে কাজ করার চেষ্টা করবেন।যদি সম্ভব না হয় তাহলে পুরো এলাকায় বিদ্যুৎ বন্ধ রেখে কাজ চালিয়ে যাবেন।তবে নিদিষ্ট সময়ের আগেই ঐ সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ দেয়ার প্রাণান্তর চেষ্টা থাকবে বলেও জানান পিডিবির এই কর্মকর্তা।

এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের সহযোগীতা সহ সাময়িক অসুবিধার জন্য পিডিবির পক্ষ থেকে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন।

সীমান্তবাংলা/রোহিত/০৪ জুন