আকিজ কুমির প্রজনন কেন্দ্রের আর্থিক সহায়তা পেল ঘুমধুমের দুই পরিবার

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১

 

নিজস্ব প্রতিবেদক,উখিয়া,কক্সবাজারঃ

দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপের অংগ প্রতিষ্ঠান বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে প্রতিষ্ঠিত “আকিজ ওয়াইল্ড লাইভ ফার্ম এন্ড কুমির প্রজনন কেন্দ্রে’র আর্থিক সহায়তা পেয়েছে ঘুমধুমের দুই হতাহতের পরিবার।

২৩ নভেম্বর দুপুর আড়াইটায় ঘুমধুমস্থ আকিজ কুমির প্রজনন কেন্দ্রের অফিসে আকিজ গ্রুপের ম্যানেজার (অপারেশন) মোঃ তৌহিদুল ইসলামের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে এই নগদ অর্থ সহায়তা দুই পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

এসময় ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুহাম্মদ দেলোয়ার হোসেন,এসআই অরুন কুমার চাকমা, এসআই আল আমিন,এসআই গোলাম দস্তগীর,ঘুমধুম ইউপির প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন,ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ডাঃ মোঃ শাহজাহান,উখিয়ার পরিবহন শ্রমিক নেতা ঝুলন কান্তি দে,উখিয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শ.ম.গফুর,ঘুমধুমের ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম,আওয়ামীলীগ নেতা রেজাউল করিম মামুন,যুবনেতা শাহাদাৎ উল্লাহ প্রমুখ সহ বিভিন্ন শ্রেনীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গতঃঘুমধুম আকিজ কুমির প্রজনন কেন্দ্রে দিনমজুর শ্রমিক হিসেবে কর্মরত অবস্থায় ঘুমধুম ইউনিয়নের তুমব্রু গ্রামের আবু শরীফ(২৫) গত কয়েক মাস পূর্বে আকস্মিক বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু বরণ করেন এবং এর পূর্বে ঘুমধুমের কুলাল পাড়ার শাহজাহান(৩২) অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে পঙ্গুত্ব বরণ করেন।দুই হতাহতের পরিবারের অসহায়ত্বের জীবনযাপন বিবেচনা পূর্বক নিহত আবু শরীফের স্ত্রীর হাতে নগদ ১ লাখ ও পঙ্গুত্ব জীবনযাপন করা শাহজাহানের ছেলে আমিনের হাতে নগদ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।দুই পরিবারের প্রতি আগামীতেও সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে বলে আকিজ গ্রপের ম্যানেজার (অপারেশন) মোঃ তৌহিদুল ইসলাম আশ্বস্ত করেন।

সীমান্তবাংলা / ২৩ নভেম্বর ২০২১