অনুষ্টিত হয়ে গেলো সাহিত্য কুটিরে ঈদপূর্ণ মিলন অনুষ্টান ও “স্তুুতিনামা”র পাঠ উন্মোচন

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মে ২১, ২০২১

সিরাজুুুল কবির বুুলবুুল ;
আজ বিকেলে উখিয়া সাহিত্য সংস্কৃতির বাতিঘর খ্যাত উখিয়া সাহিত্য কুটিরে কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক অংগনের তারকা সমন্বয়ে এক মনমাতানো সাহিত্য আড্ডা ও কবি পাঠ ও সাংস্কৃতিক অনুষ্টান সাহিত্য কুটিরে অনুষ্টিত হয়।
অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন,কবিও গবেষক,হাফেজ,মো: হারুন,প্রধান অতিথি হিসাবে গবেষনা মূলক আলোচনা করেন
সমুদ্র কবি ও সাংস্কৃতিক সংগঠক,জনাব,কামরুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে আলোচনায় অংশ নেন,থানচি কলেজের অধ্যাপক কবি,হাসেম সৈকত,কবি,মোস্তাক মুছা,সাংবাদিক নেতা,শরীফ আজাদ,সাংবাদিক, আব্দুল লতিফ বাচ্চু,সাহিত্যকুটিরে সাংস্কৃতিক
সম্পাদক এস,এম,জসীম,হাফেজ,মো:হারুন।
স্বাগত ভাষণদান করেন,ছড়াকার, মোজাম্মেল হক আজাদ।


কবিতা পাঠ করেন, কবি,কামরুল হাসান, মাস্টার শাহআলম, এস,এম,জসীম,হাসেম সৈকত,মোস্তাক মুছা,নূরীমা সূবাহ লেমচি।
গান পরিবেশন করেন,কন্ঠ শিল্পী, এর,আর,হারুন, এস,এম,জসীম।
অনুষ্টান সঞ্চালনা করেন কবি,সিরাজুল কবির বুলবুল,সভাপতিত্ব করেন লোকজকবি, লোকজগবেষক, উখিয়া সাহিত্য কুটিরে প্রতিষ্ঠাতা সভাপতি জনাব,মাস্টার শাহআলম।

 

সীমান্তবাংলা / শা ম / ২১ মে ২০২১