২০২০ সালে এসেছে ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২১

সীমান্তবাংলা ডেক্স : বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ২০২০ সালে। করোনা প্রকোপের বছরেও ফরমাল চ্যানেল বা বৈধ মাধ্যমে বাংলাদেশে রেমিট্যান্স এসেছে ২১.৭৪ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে ১৮.৫৯ শতাংশ।

গত ডিসেম্বর মাসে ২.০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠায় বাংলাদেশি প্রবাসীরা। তার মানে, টানা চার মাস রেটিট্যান্স এসেছে ২ বিলিয়ন ডলারের ওপরে।

রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসায় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইতোমধ্যে ৪৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এই বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রয়োজনে সহায়ক হবে।

০৩জানুয়ারি/এসইউএল/এডমিন/ইবনে

সংবাদটি শেয়ার করুন