হিলি সীমান্তে ভারতীয় “স্কপ” সহ মাদকব্যবসায়ী আটক

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: আগস্ট ১২, ২০২১

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযানে ভারতীয় নতুন মাদক “স্কপ” সিরাপ ও মদসহ আবু বক্বর (৩৫) নামের এক মাদকব্যবসায়ী আটক করেছে থানা পুলিশের একটি চৌকশ দল।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় হিলির ধরন্দা ফকিরপাড়া এলাকা থেকে ওই মাদকব্যবসায়ীকে আটক করা হয়। আটক আবু বক্বর ওই এলাকার মৃত নূর ইসলাম এর ছেলে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, বৃহস্পতিবার রাতে ফকিরপাড়া গ্রামের একটি বাড়িতে মাদকব্যবসা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালান। অভিযানে মাদকব্যবসায়ী আবু বক্করের বাড়ি তল্লাশি করে পানির পাম্পের নিচে গর্তের ভেতরে বিশেষ কায়দায় রাখা ৮৫ বোতল নেশাজাতীয় স্কপ সিরাপ ও ২ বোতল ম্যাক ডুয়েল মদ উদ্ধার করা হয়। এসময় মাদকব্যবসায়ী আবু বক্করকে আটক করা হয়।

ওসি আরও জানান, আটক আবু বক্করের বিরুদ্ধে হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

সীমান্তবাংলা/রোহিত/১২ আগস্ট