সারাদেশে ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ছে । ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৬৪ জন রোগী ভর্তি

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১

 

ডেস্ক নিউজ ;
দেশে হঠাৎ করে ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১২১ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বাইরে ৮২ জন। শুধু কক্সবাজারে জেলায় গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬৪ জন ডেঙ্গু রোগী। রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ৩৯ জন। সরকারি হিসাবে, নভেম্বরে ৩ হাজার ৫৬৭ জন, দেশে অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে ৯৮ জন। এর মধ্যে নভেম্বরে ৭ জন, অক্টোবরে মারা গেছেন ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন এবং জুলাইতে ১২ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৮২ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৩২১ জন। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ২৪৪ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ৭৭ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ২৭ হাজার ৩৪৩ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৬ হাজার ৯২৪ জন।

সীমান্তবাংলা / ১ ডিসেম্বর ২০২১