পটুয়াখালী পায়রা বন্দর থেকে ৯৯০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১

নিউজ ডেস্ক :

বঙ্গোপসাগরের দক্ষিণপূর্ব ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ পটুয়াখালীর পায়রা বন্দর থেকে ৯৯০ কিলোমিটারে দূরে অবস্থান করছে। এখন পর্যন্ত এটি ভারতের উপকূলমুখী রয়েছে বলে জানা গেছে। তবে এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর হালকা উত্তাল রয়েছে। উপকূলের আকাশ আংশিক মেঘলা রয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকালে পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা অন্তর জানান, নিম্নচাপটি বর্তমানে পটুয়াখালীর পায়রা বন্দর থেকে ৯৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মোংলা বন্দর থেকে ৯৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার বন্দর থেকে ১০৫৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১১০৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে। তাই পায়রা, মোংলা, কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

তিনি আরও জানান, গভীর সাগরে অবস্থানরত ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় রবিবার (৫ ডিসেম্বর) কিংবা সোমবার (৬ ডিসেম্বর) বৃষ্টিপাত হতে পারে। তবে এটি ভারতের উপকূলে আঘাত হানতে পারে।

আলীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা বলেন, ‘ঘূর্ণিঝড়ের সংকেত আমরা এখন পর্যন্ত পাইনি। বর্তমানে জেলেরা সাগরে আছেন।’

এ বিষয়ে জানতে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহর মোবাইল ফোনে কল দিয়ে পাওয়া যায়নি।

সূত্র: বাংলা ট্রিবিউন

সীমান্তবাংলা/রম/০৩ ডিসেম্বর ২০২১