সাংবাদিকতার অর্থ সাম্প্রতিক সময়ের বাংলা অভিধানগুলোয় বলা হয়েছে, ‘সাংবাদিকের কাজ’। ‘সাংবাদিক’ ও তার ‘কাজ’ সম্পর্কে জানা না থাকলে সাংবাদিকতা কী, তা বোঝার জন্য অভিধান যথেষ্ট নয়। শব্দের ব্যুৎপত্তি দেখেও খুব একটা সুবিধে হবে না, কারণ সাংবাদিকতা শব্দটির আগমন সংস্কৃত (সাংবাদিক সংবাদ+ইক) শব্দ থেকে হলেও বাংলা ভাষায় সাংবাদিকতা (সংবাদকুশলতা) শব্দটি ব্যবহার করা হয়েছে ইংরেজি Journalism শব্দের অনুবাদকৃত প্রতিশব্দ হিসেবে। সুতরাং ‘সাংবাদিকতা’কে যতটুকু না বোঝা যায় তার নিজের পরিচয়ে, তার চেয়ে বেশি বোঝা সম্ভব হয় সাংবাদিকতার ইংরেজি ‘জার্নালিজম’ শব্দটির ব্যবচ্ছেদে। এ সত্যকে জেনে ও মেনে নিয়েই আমরা শুরুতে চেষ্টা করেছি ‘জার্নালিজম’-এর সহায়তা ছাড়া সাংবাদিকতাকে বোঝার।
আগেই জেনেছি ‘সাংবাদিকতা হচ্ছে সাংবাদিকের কাজ’, এটুকু জানা সাংবাদিকতাকে পরিষ্কার করে বুঝতে সাহায্য করে না, কারণ এখনও আমাদের জানতে বাকি ‘সাংবাদিক’ কে এবং তার ‘কাজ’ কী? এই দুই প্রশ্নের জবাব পেলেই আমরা ‘সাংবাদিকতা’ কী তা কিছুটা বুঝতে সক্ষম হব বলে আশা করা যায়। এ প্রসঙ্গে অভিধানগুলোর বক্তব্য প্রায় এরকম: ‘তিনিই হচ্ছেন সাংবাদিক, যিনি সংবাদপত্র; ম্যাগাজিন, রেডিও, টেলিভিশনের জন্য সংবাদ সংগ্রহ করে লিখেন।’ সাংবাদিকের কাজ হচ্ছে সংবাদ সংগ্রহ ও লেখা। এবার প্রশ্ন আসে, তাহলে ‘সংবাদ’ কী? মুহাম্মদ হাবিবুর রহমান-এর সংকলিত ‘যথাশব্দ’ নামে যে ভাব-অভিধানটি আছে তাতে ‘সংবাদ’ শব্দটির ভাবার্থ
পৃষ্ঠা: ১