শাজাহানপুরে ৮০০ পিচ ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী শাওন গ্রেফতার !!

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মে ১৩, ২০২২

 

স্টাফ রিপোর্টার:

বগুড়ার শাজাহানপুরে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮০০ পিচ ইয়াবাসহ
মোঃ মোমিনুল ইসলাম ওরফে শাওন(৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ৷

গত ১২ মে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর টিকাদারপাড়া গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৮০০ পিচ ইয়াবা ট্যাবলেট (যাহার ওজন ৮০ গ্রাম)সহ তাকে গ্রেফতার করে পুলিশ ।

গ্রেফতারকৃত মোমিনুল ইসলাম ওরফে শাওন ডোমনপুকুর গ্রামের মৃত আব: সামাদের ছেলে ।

ওই সময় ৪টি মোবাইল(iphone 12 pro max, Samsung Galaxy M21, Huawei jkmlx2 মডেলের টাচ ফোন Benco P21 মডেলের বাটন ফোন, Yamaha কোম্পানির লাল কালো রংয়ের FZ মোটর সাইকেল , নগদ ১৩,৬০০ টাকা জব্দ করা হয় ৷

থানা পুলিশের এস আই হাফিজুর রহমান জানান, গ্রেফতার এড়ানোর জন্য শাওন নিজ বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট খুচরা ও পাইকারী মাদক বিক্রয় করে আসছিলেন। অভিযানের সময় সিসি ক্যামেরায় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রউফ জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।