রামুর বিজিবি চেকপোস্ট এলাকায় যুবক হত্যার অভিযোগে আটক-৪

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ১, ২০২২

আবদুর রহিম :

কক্সবাজারের রামুর বিজিবি চেকপোস্ট এলাকায় ব্যাটারি চালিত ইজিবাইক ছিনতাইয়ের জন্য বেড়াতে যাওয়ার কথা বলে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বন্ধুকে। পুলিশ লাশ উদ্ধারের পর নিহতের জানাজাতেও অংশ নেয় এই খুঁনিরা। এদিকে ঘটনার ৪দিন পর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে জড়িত ৪ জনকে গ্রেফতার করে র‌্যাব।

মঙ্গলবার (১ই মার্চ) ভোরে অভিযান চালিয়ে হত্যার মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব। দুপুরে সংবাদ সম্মেলনে কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার এ তথ্য জানান।

নিহত ইজিবাইক চালক মোহাম্মদ ওয়ায়েজ (১৩) শহরের নাজিরারটেক এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আটক চারজন হলেন নুরুল ইসলাম প্রকাশ গুরাইয়া, আবু হেনা ওরফে হানিফ, রোহিঙ্গা মোহাম্মদ হোসেন ও আরিফ হোসেন। এর মধ্যে গুরাইয়া এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা করেন। এছাড়া হোসেন ও আরিফ আন্তঃজেলা ইজিবাইক ছিনতাই চক্রের সদস্য।

এর আগে গত ২৬ই ফেব্রুয়ারি রামু উপজেলার (মরিচ্যা) চেকপোস্ট সংলগ্ন ব্রিজের পাশ থেকে ইজিবাইক চালক মোহাম্মদ ওয়ায়েজের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার শরীরে অন্তত ১৮টি ছুরিকাঘাতের কথা জানায় পুলিশ। ২৮ই ফেব্রুয়ারি নিহতের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করেন।

সীমান্তবাংলা/তম/ ১ মার্চ ২০২২