মানুষের বদলে শুকরের কিডনি প্রতিস্থাপনে বাঁচবে মানুষ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১

ইন্টারন্যাশনাল ডেস্ক;
এখন থেকে শুকরের কিডনিতে বাঁচবে মানুষ, এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল চিকিৎসক।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একদল বিশেষজ্ঞ চিকিৎসক মানবদেহে শূকরের কিডনি প্রতিস্থাপন করে এমন সাফল্য পেয়েছেন। মানুষের শরীরে প্রাণীর কিডনি প্রতিস্থাপন করে সফলতার মুখ দেখবে বলে গত কয়েক দশক ধরে চিকিৎসকরা যে প্রচেষ্টা চালিয়ে আসছিলেন, নিউইয়র্কের চিকিৎসকরা সেই প্রচেষ্টায় প্রথম সফলতা পেলেন।

চিকিৎসকরা বলেছেন, শূকরের একটি জিন পাল্টে দিয়েছিলেন তারা। পরে পরিবর্তিত জিনে নতুন শূকরের জন্ম দিয়ে সেটি বড় করে তোলেন। এরপর সেই শূকরের কিডনি মানবদেহে প্রতিস্থাপন করে দেখতে পান সেটি স্বাভাবিকভাবেই কাজ করছে।

সীমান্তবাংলা / ২০ অক্টোবর ২০২১