বেলাল আজাদের কবিতা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ৩০, ২০২২

 মন্দ গ্রহে
       ……  বেলাল আজাদ।

এ গ্রহে মানবতা মরে গেছে, সততা লাইফ সাপোর্টে!
ভিখারীরা দানে ইচ্ছুক, ধনবানেরা  হাবাতে,
কৃতজ্ঞতা উবে গেছে, নিমক হারামীদের মাঠে।

মুসল্লীরা সুদের কারবারে, সমাজপতিরা ইয়াবা সারে,
আইনের ঘরেই বেআইনি সব, যতই পারে মারে,
নিষ্টুরের জগৎ জুড়ে কে কার বিপদ সারে?

নৈতিকতা ঝরে গেছে, দুর্গন্ধ সব ফুলে,
পানিতে কুমির নড়ে , বাঘের থাবা কূলে,
আপনেরা সব দুরে দূরে, যাচ্ছে যেন ভুলে।

নারীরা সব নৃত্য-গানে, পুরুষেরা নেশা টানে,
অনাচারে ছেয়ে গেছে, ধর্ম-নীতি কেউ মানে?
মনুষ্যত্ব পুড়ে গেছে, ভক্তি বিদেশ পানে।

এ গ্রহে এমন জাতি, এমন নীতি- কু-রীতি যে চলে,
অ্যাপোলো-১৩/১১ ভাসে অভিযাত্রীর অশ্রু জলে,
মহা ‘মন্দ গ্রহ’র অ্যালিয়েনরা অন্য জগৎ তলে?