বিরামপুরে অবৈধভাবে পুকুর খনন: ৫০ হাজার টাকা জরিমানা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৪

 

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

দিনাজপুর জেলার বিরামপুরে অবৈধভাবে পুকুর খননের অপরাধে কাছাব উদ্দিন নামে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করেন
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকাল ৩টার দিকে

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

অর্থদন্ডপ্রাপ্ত কাছাব উদ্দিন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৬নং জোতবানী ইউনিয়নের চতুরপুর গ্রামের মৃত্যু চাঁন মিয়া মন্ডলের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কাছাব উদ্দিন মাটি কাটার খননযন্ত্র (ভেকু) দিয়ে বিরামপুর উপজেলার চতুরপুর গ্রামে উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়ে অবৈধভাবে পুকুর খনন করছিলেন। এরপর মাটি ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন জায়গায় বহন করছিলেন। এতে সরকারি কাঁচা-পাকা সড়ক নষ্ট হচ্ছিল। অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে অবৈধভাবে পুকুর খননের অপরাধে কাছাব উদ্দিন নামে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন বলেন, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে পুকুর খনন করার দায়ে পুকুর খননের মূল উদ্যোক্তা কাছাব উদ্দিনের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে বিরামপুর থানার এএসআই কাওছার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিমের সদস্য উপস্থিত ছিলেন।