নরসিংদী মডেল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৩

মো: খায়রুল ইসলামঃ
স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদী মডেল কলেজের ২০২১-২০২২ শিক্ষা বর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান গতকাল শনিবার নরসিংদী শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে সকাল ১০টায় শুরু হয়ে দুপুর দেড়টায় শেষ হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর আন্তর্জাতিক সম্পর্ক এর সাবেক চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ রুহুল আমীন। বিশেষ অতিথি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ডিরেক্টর এডমিন মোঃ গিয়াস উদ্দিন। আলোচক ছিলেন মল্লিকা গার্ডেন জামে মসজিদ এর খতিব মাওলানা বরকত উল্লাহ। শুভেচ্ছা জ্ঞাপন করেন নরসিংদী মডেল কলেজের রেক্টর প্রফেসর মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী মডেল কলেজের সভাপতি অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম। বক্তব্য রাখেন কলেজের পরিচালক জাকারিয়া প্রধান, ওমর ফারুক ভূইয়া, আতিকুল ইসলাম, সেক্রেটারী নুরুল আমীন সানি, ট্রেজারার মোস্তফা আল আমিন। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইন্দ্রজিৎ, তানভীর, আব্দুল হাই, সজিব, মনিরুজ্জামান মনির, মিরু, শান্ত, মেহেদী। মানপত্র পাঠ করে একলেজের ১ম বর্ষের শিক্ষার্থী কামরুন্নাহার তাহিয়া, ২য় বর্ষের শিক্ষার্থী জান্নাতি আক্তার। বক্তব্য রাখে ইংরেজিতে ১ম বর্ষের শিক্ষার্থী আনিকা আক্তার, বাংলায় লাবিব বিন কামাল, ইংরেজীতে মাহমুদা আলম, বাংলায় ফারিয়া হৃদী, অনিকা আলিম রিমি, তানিয়া আক্তার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক এএসএম শহীদুল হাসান মিলন ও মোঃ কিবরিয়া ভূঞা।
প্রধান অতিথি প্রফেসর রুহুল আমীন বলেন, জ্ঞানের জন্য মানুষ শিক্ষা অর্জন করে। জ্ঞানের জন্য শিক্ষা অর্জন করে ভাল মানুষ হবে। আলোকিত মানুষ হবে। এ নরসিংদী মডেল কলেজের ছাত্র তোমরা। সারা পৃথিবীতে তোমরা মডেল হবে। স্মার্টফোনের অপব্যবহার করবে না। স্মার্ট ফোনের অপব্যবহার করলে মানুষ হওয়ার ক্যাপাসিটি হারিয়ে ফেলবে। স্মার্ট ফোনের সঠিক ব্যবহার করবে। কাজেই স্মার্টফোন থেকে সাবধান। তোমরা জ্ঞানের সাথী হবে। তোমাদের চলার সাথী হচ্ছে জ্ঞান। তোমরা যেখানেই থাকনা কেন, যে অবস্থায়ই থাকনা কেন, আল্লাহর কোরআনকে আকড়ে ধরবে। তাহলে জীবনে কখনো পিছিয়ে পড়বে না। বিপথগামী হবে না।