আলমডাঙ্গায় বিশ্ববিদ্যালয়, আধুনিক হাসপাতাল এবং ওয়ার্ডে ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হবে -দিলীপ কুমার আগরওয়ালা।

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৩

 

সাগরিকা আক্তার:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা (ঈগল প্রতীক) এর সমর্থনে আলমডাঙ্গায় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২০ ডিসেম্বর বিকেলে হাজার হাজার নারী-পুরুষ এতে অংশ গ্রহণ করেন।
মিছিলটি আলমডাঙ্গা উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেইন রোডে একটি পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্যকালে দিলীপ কুমার আগরওয়ালা বলেন,
নির্বাচনে জয়ী হলে আলমডাঙ্গায় একটি বিশ্ববিদ্যালয়, একটি আধুনিক হাসপাতাল এবং প্রতিটি ওয়ার্ডে একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হবে।
জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, এতদিন অন্যায় অত্যাচার জুলুমের মাধ্যমে জনগণের সাধারণ জনগণের ভোটাধিকার ক্ষুন্ন করা হয়েছিল। কিন্তু এবার তা করতে দেওয়া হবে না এবং জনগণ তাদের ভোট প্রয়োগের মাধ্যমে যোগ্য নেতা নির্বাচিত করবেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমরা আপ্রাণ কাজ করে যাব।
এ ছাড়াও আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, আলমডাঙ্গা পৌর মেয়র হোসেন কাদের গুনু, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য শামসুল আবেদীন খোকন, জেলা আওয়ামীলীগ আইনজীবী পরিষদ সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন।
এলাকার হাজার হাজার সাধারণ জনগণ এসময় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।