কক্সবাজারে আঞ্চলিক ইত্তেহাদ বোর্ডের মারকাজি পরিক্ষা আসল ইত্তেহাদের অধীনেই হবে

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৩

 

এম. কলিম উল্লাহ।
আঞ্জুমান ইত্তেহাদুল মাদারিস কক্সবাজার, রামু, ঈদগাঁও এর ১৪৪৫ হি: সনের আসন্ন মার্কাজি পরীক্ষা যথা সময়ে আল্লামা সুলতান যওক নদভী ও মাওলানা ওবায়দুল্লাহ হামজা এর নেতৃত্বে আসল ইত্তেহাদের অধীনে অনুষ্ঠিত বলে জানিয়েছেন আঞ্চলিক ইত্তেহাদভুক্ত মাদ্রাসা সমূহের মুহতামিম গণ।

গতকাল ২৪ ডিসেম্বর রবিবার রামু সাতঘরিয়া পাড়া মাজহারুল উলুম মাদ্রাসা মিলনায়তনে আঞ্জুমান ইত্তেহাদুল মাদারিস কক্সবাজার, রামু, ঈদগাঁও এর ১৪৪৫ হি: সনের মারকাজি পরিক্ষা সংক্রান্ত জরুরী সভা অনুষ্ঠিত হয়।

এতে ইত্তেহাদভুক্ত মাদ্রাসা সমূহের মুহতামিমবৃন্দ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন কোন অবৈধ ইত্তেহাদের অধীনে পরীক্ষা দিবেননা। আসল ইত্তেহাদের অধীনে আসন্ন মার্কাজি পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে।

সভায় বিগত ২৮ অক্টোবর কিছু বিপথগামী সন্ত্রাসী ছাত্ররা জামেয়া প্রধান মাওলানা ওবায়দুল্লাহ হামজা সাহেব এর প্রতি অসৌজন্যমূলক আচরন এবং তৎপরবর্তী সময়ে অবৈধ তথাকথিত মজলিসে এদারির ধারাবাহিক ভাবে শুরা ও কাওমি মাদ্রাসার নিয়ম নীতির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দখলদারিত্ব বজায় রাখার জন্য ছাত্রদের ব্যবহার করার তীব্র নিন্দা জানান এবং দ্রুত জামেয়া কে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য সকল ওলামায়েকেরাম কে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
আঞ্চলিক বোর্ড সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সাহেব এর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা মুহসিন শরিফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ সভাপতি ও ধাওন খালি মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ মুসলিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পোকখালি মাদ্রাসার মুহতামিম মাওলানা আজিজুদ্দিন, বোয়ালখালি মাদ্রাসার মুহতামিম মাওলানা নূরুল হাকিম,খুরুস্কুল ওয়াদুদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা এমদাদল্লাহ,কক্সবাজার রহমানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আনিস,লাইট হাউজ মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ আলী, জামেয়াতুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা সমশুল হক নসিম,সাতঘরিয়া পাড়া মাজহারুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ হারুন,দারিয়ারদিঘি দারুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহবুবুর রহমান,চাইল্যাতলি মাদ্রাসার মুহতামিম মাওলানা নেয়ামতুল্লাহ, মাশরাফিয়া মাদ্রাসার সহকারি মুহতামিম কারি রুহুল কাদের এবং কক্সবাজার ইসলামিক রিসার্চ সেন্টার এর প্রতিনিধিসহ ইত্তেহাদভুক্ত মাদ্রাসা সমূহের মুহতামিম গণ।