দক্ষিন বাহারছড়ার নূরীন বিয়ের সাত মাস পর জামাই রাফিকে নিয়ে ফিরতে চাই শশুরবাড়ী।

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মে ২৬, ২০২২

 

আমিঃ রাবেয়া ছিদ্দিকা নূরীন, বয়স ১৮ বছর ৭মাস। পিতাঃ আবু বক্কর সোহেল, মাতা-রহিমা বেগম। ঠিকানাঃ দক্ষিন বাহারছড়া ১১নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

আমি গত ৭ মাস আগে নিজ ইচ্ছায় কাউকে
না জানিয়ে গোপনে বিয়ে করি, বিয়ের কয়েক মাস পরে আমাদের গোপনে বিয়ে করার খবরটি।

পরিবারে জানাজানি হয় এবং আমার জামাইর বাসা থেকে সামাজিক ভাবে প্রস্তাব ও দেওয়া হয় যে আমাদের কে মেনে নেওয়ার, কিন্তু আমার মা বাবা তা না করে আমাকে বাসায় ২ মাস ধরে আটকে রাখে। বিভিন্ন ভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে, যেনো আমি তাকে “ডিভোর্স” দিয়ে দিই। এই অমানুষিক নির্যাতন থেকে বাঁচার জন্য, আমি আমার ভালোবাসার মানুষ অর্থ্যাৎ আমার জামাই আশরাফুল আলম রাফির হাত ধরে সুস্থ জ্ঞানে বাসা থেকে বের হয়ে আসি।

এতে আমাকে কেউ জোর জবরদস্তি করে নি, আমার পিতা, মাতা ও আমার চাচা’জানে আলম’আপনাদের প্রতি অনুরোধ করছি।

আপনারা যদি আমাদের ভালো চান তাহলে আমার শশুরবাড়ীর লোকজন কে কোনোপ্রকার হয়রানি করবেন না। এবং আমাদেরকে মেনে নিন আমার শশুরবাড়ীতে আমি ফিরে যেতে চাই। বাবা আমি যেখানে আছি আমার জামাইর সাথে ভালো আছি, সুখে আছি আমাদের জন্য দোয়া করবেন।