টেকনাফে একলাবের উদ্যোগে সাইক্লোন মোখা রেসপন্স প্রজেক্টের আওতায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩

 

ইব্রাহীম মাহমুদ,টেকনাফ:

টেকনাফে জনসাধারণের উন্নয়নের স্বার্থে একলাবের আয়োজনে সাইক্লোন মোখা রেসপন্স প্রজেক্টের আওতায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাপেয়ার্স এন্ড ট্রেড ডিএফএটি এর অর্থায়নে সভাটি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ ১৯ডিসেম্বর সকাল ১১
অনুষ্ঠিত হয়। একলাবের কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজার মোঃ রাসেল উদ্দিনের সঞালনায় একলাবের সাইক্লোন মোখা রেসপন্স প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ এরফানুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পল্লী সঞয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আব্দুল করিম, সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী,টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিজয় টিভির টেকনাফ উপজেলা প্রতিনিধি সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, সাবরাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি ইউপি মেম্বার শাহেনা রহমান বিএ,
উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন, ব্র্যাকের প্রজেক্ট ম্যানেজার সিরাজুল ইসলাম।
এ সময় উপকারভোগীগণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সাবরাং ইউনিয়ন ৩নং ওয়ার্ড কাটাবনিয়ার উপকারভোগী আব্দুল করিম বলেন, আমি একলাবের সহযোগিতায় বিনামূল্যে ঘর পেয়ে অত্যান্ত আনন্দিত।
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ এরফানুল হক চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, একলাবের কাজকর্মে আমি আনন্দিত।
জানলাম একলাব প্রকল্পের আওতায় ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত দরিদ্র অসহায় টেকনাফ উপজেলার আওতাধীন সাবরাং ও সেন্টমার্টিন ১৮১ জন উপকারভোগী নতুন ঘর, ক্ষতিগ্রস্ত ঘর মেরামত,
নতুন টয়লেট, পুরানো টয়লেট মেরামত,টিউবওয়েলের গোড়া পাকাকরণ,ছাগল বিতরণ এবং বাড়ীর আঙ্গিনায় সবজি চাষ এ সেবাগুলো তারা পাবে। পাশাপাশি এ কাজগুলো করতে গিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা একলাবকে করা হবে। আমি একলাবের সাইক্লোন মোখা রেসপন্স প্রজেক্টের উত্তরোত্তর সফলতা কামনা করি।