চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন> ভোট গ্রহণনের মাত্র ৬ দিনের আগে নির্বাচন স্থগিত ঘোষণা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১

 

পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণের মাত্র ৬ দিন আগে নির্বাচন কমিশন পৌর নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন। আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ভোট গ্রহণের কথা ছিল।
পৌর নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, উচ্চ আদালতে গত ২৩ সেপ্টেম্বর রিট পিটিশন নম্বর ৫৫২৯/২০২১ এর আদেশের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত প্রদান করেছে নির্বাচন কমিশন। এই কারণে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাধারণ নির্বাচন স্থগিত ঘোষণা করা হলো।
উল্লেখ্য, ২ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীসহ ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৮৭ জন এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। নির্বাচনকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জের পৌরসভার ১৫টি ওয়ার্ডে ইতোমধ্যে প্রার্থীদের প্রচার প্রচারণা জমে উঠেছিল।

সীমান্তবাংলা / ২৭ অক্টোবর ২০২১