চাঁপাইনবাবগঞ্জে ২ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ১

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১

 

পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-

র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কোটি ৯০ লাখ ৭০ হাজার টাকা মূল্যের হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ সেলিম রেজা (৪২) গ্রেফতার হয়েছে। গোদাগাড়ি থানার বাসুদেবপুর থেকে তাকে আটক করা হয়। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব প্রতিনিয়ত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ হেরোইন এর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১০ অক্টোবর রাত পৌনে ৮ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ৫নং বাসুদেবপুর ইউনিয়নের সুইচ গেট ব্রীজ সংলগ্ন চাঁপাইনবাবগঞ্জ টু রাজশাহী গামী পাকা রাস্তার বাম পাশে কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ ওমর আলী এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ১ কোটি ৯০ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ১ কেজি ৯৭০ গ্রাম হেরোইন, মোবাইল সেট ১টি, সীমকাড ১টি, গ্যাস লাইট ১টি এবং হেরোইন বহনকারী টিস্যু কাপড়ের ব্যাগ ১টি সহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোড়াগাছি বটতলা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ সেলিম রেজাকে গ্রেফতার করে। উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিঙ্গাসাবাদে স্বীকার করে বলে র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।

সীমান্তবাংলা / ১২ অক্টোবর ২০২১