চাঁপাইনবাবগঞ্জে পৃথক ৩টি অভিযানে হেরোইন, মদ, ফেন্সিডিল ও ভারতীয় বিড়ি উদ্ধার

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ৩১, ২০২২

পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র অধীন পৃথক ৩ সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ লক্ষ ৬৬ ৫’শ ৪০ টাকা মূল্যের ৫’শ গ্রাম হেরোইন, মদ, ফেন্সিডিল ও ভারতীয় বিড়ি উদ্ধার করেছে। গতকাল বুধবার রাতে বিভিন্ন সময়ে সোনামসজিদ বিওপির পিরোজপুর, কামালপুর বিওপি এলাকায় ও ভোলাহাট বিওপির বিলভাতিয়া মাঠ পৃথক অভিযান চালায় বিজিবি সদস্যরা।

আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে ৫৯ বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আমির হোসেন মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির নায়েব সুবেদার মোঃ সাইফুর রহমানের নেতৃত্বে টহল দল গতকাল বুধবার রাত প্রায় পৌনে ১১টার দিকে সীমান্ত পিলার ১৮৫ মেইন হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় টহলকালে ২ চোরাকারবারীকে দেখতে পেয়ে তাদের ধাওয়া করে।

এসময় তারা ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে টহল দল ব্যাগের মধ্যে থেকে ৫’শ গ্রাম হেরোইন ও ১০ বোতল মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ ১৫ হাজার টাকা।

অপরদিকে, কামালপুর বিওপির নায়েব সুবেদার মোঃ রেনু মিয়ার নেতৃত্বে টহল দল গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সীমান্ত পিলার ১৮৭/১৭-এস হতে আনুমানিক ১’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামালপুর আমবাগান এলাকায় টহল দেয়ার সময় চোরাকারবারীকে দেখতে পায়।

এসময় টহল দল তাদের ধাওয়া করলে ২টি ব্যাগ ফেলে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ১০৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

যার আনুমানিক মূল্য ৪২ হাজার ৮’শ টাকা। অন্যদিকে, ভোলাহাট বিওপির হাবিলদার মোঃ এমদাদুল কবিরের নেতৃত্বে টহল দল রাত ১০ টার দিকে বিওপির সীমান্ত পিলার ১৯২ মেইন হতে আনুমানিক ৩’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিলভাতিয়া মাঠে পরিত্যক্ত অবস্থায় ৮ হাজার ৭’শ ৪০ পিস ভারতীয় বিড়ি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৮,৭৪০ টাকা।