চাঁপাইনবাবগঞ্জে চৌকা সীমান্ত এলাকা থেকে ৪০,০০০ হাজার পিস ইয়াবা উদ্ধার

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২২

 

পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-

২১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ বিজিবি’র রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর খন্দকার শাহরিয়ার আলমের নেতৃত্বে একটি বিশেষ টহলদল চৌকা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৭/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৌবাজার নামক স্থানে এ্যাম্বুশে অবস্থান নেয়। এ্যাম্বুশে থাকাকালীন আনুমানিক রাত ০১১৫ ঘটিকার সময় ০৩ জন চোরাকারবারী ভারত হতে বাংলাদেশের দিকে আসতে থাকে। তারা টহলদলের নিকটবর্তী হওয়া মাত্র টহলদল কর্তৃক তাদেরকে ধাওয়া করলে ০১টি বস্তা ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। তখন টহলদল উক্ত স্থান তল্লাশী করে ফেলে যাওয়া বস্তা হতে ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়। আটককৃত ইয়াবা এর সিজার মূল্য-১,২০,০০,০০০/- (এক কোটি বিশ লক্ষ) টাকা।

আটককৃত ইয়াবার ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্তবাংলা / ২১ ফেব্রুয়ারী ২০২২