চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আগুনে পূড়ে ২টি দোকান ভষ্মিভূত ক্ষতিগ্রস্থ আরো ৩টি

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১

পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আগুনে পুড়ে ২টি দোকান সম্পূর্ন ভষ্মিভূত হয়েছে, ক্ষতিগ্রস্থ হয়েছে আরো ৩টি দোকান ঘর। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১২ লাখ টাকা, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জানিয়েছেন।

নাচোল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স’র সহকারী স্টেশন ইনচার্জ মো.আকবর আলী, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ বুধবার ভোর ৫-১৯ মিনিটে খবর পেয়ে ৫-৩৮ মিনিটে ফায়ার সার্ভিসের একটি দল নাচোল উপজেলার ফুরশেদপুর বীরেন বাজারে পৌছে। সেখানে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রন আনে।

এতে প্রায় ১২ লাখ টাকা মুল্যের মালামাল ক্ষতি ও ৫০ লাখ টাকার সম্পদ উদ্ধার হয়েছে বলে সহকারী স্টেশন ইনচার্জ মো.আকবর আলী জানান। বীরেন বাজারের কীটনাশক ব্যবসায়ী আফজাল হোসেন জানান, তার দোকানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে এবং পরে পার্শবর্তী হাবিবুর রহমানের মুদিদোকান ক্ষতি হয়। পরে এ আগুনটি ছড়িয়ে পড়লে একটি স্থানীয় এনজিও এবং পাসে থাকা রিমনের ২টি মুদি দোকানের আংশিক ক্ষতি হয়।

 

সীমান্তবাংলা/রম/২৭ অক্টোবর ২০২১