ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৩

 

এম. এ. রহমান সীমান্ত;

নাইক্ষ্যংছড়ি  উপজেলার ঐদিহ্যবাহী বিদ্যাপীঠ ঘুমধুম  উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে সোমবান (১৩নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এদের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন মহিলা প্রার্থী নির্বাচনে অংশ নেয়। এদিকে মহিলা প্রার্থীর কোন প্রতিদ্বন্দ্বী না থাকার কারনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।এ নির্বাচনে ৪ জন পুরুষ প্রতিদ্বন্দ্বী বিজয়ী হয়েছেন। এদের মধ্যে শাহ কামাল ব্যালট নং ৪) ৩০৫ ভোট পেয়ে প্রথম, আবদুল হক (ব্যালট-১) ২২৮ ভোট পেয়ে দ্বিতীয়,কবির আহমদ (ব্যালট -২) ২১৮  ভোট পেয়ে তৃতীয় ও হামিদ হোসাইন (ব্যালট-৫) ২১৬ ভোট পেয়ে চতুর্থ হয়ে  বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ম্যানেজিং কমিটি  নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার  মোহাম্মদ সোহেল মিয়া,সহকারী প্রিজাইডিং তুমব্রু সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম (শাওন)।

এসময় উপস্থিত ছিলেন, ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল বশর, ), ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের বর্তমান সভাপতি খালেদ সরোয়ার হারেজ, ৩নং ঘুমধুম ইউনিয়ন পরিষদে সদস্য শফিকুল ইসলাম,আনোয়ারুল ইসলাম (শিকদার)সহ ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এ,এস,আই শ্রীবাসের  নেতৃত্বে পুলিশের একটি দল।

উল্লেখ্য, ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা মোট ৪১৭  জন ও ভোট কাষ্ট হয়েছে ৩৬৫।