খায়রুল কবির খোকনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৩

মো: খায়রুল ইসলাম :
নরসিংদীতে ছাত্রদলের পদবঞ্চিত নেতা-কর্মীদের মিছিলে দুর্বৃত্তের ছোড়া গুলিতে দুজন নিহত হওয়ার ঘটনায় করা মামলার প্রধান আসামি বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। উচ্চ আদালতের দেওয়া ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনের সময়সীমা শেষ হয় গত শনিবার।

আজ বৃহস্পতিবার তাঁর আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন চাওয়ার নির্ধারিত তারিখ। কিন্তু আদালতে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে সময় বাড়ানোর আবেদন করা হলে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদীর জেলা ও দায়রা জজ মোশতাক আহমেদ এই আদেশ দেন। এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম ও আসামিপক্ষের আইনজীবী নজরুল ইসলাম। আজ খায়রুল কবির খোকন আত্মসমর্পণ করতে আসবেন, এমন খবরে সকাল থেকেই আদালত চত্বর ও আশপাশের সড়কে ব্যাপক পুলিশি তৎপরতা দেখা গেছে।