‘ক্যামেল ভাইরাসে’ আক্রান্ত ফ্রান্সের তিন তারকা ফুটবলার।

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২

ডেস্ক রিপোর্ট

(১৮ ডিসেম্বর) রোববার লুসাইলে আর্জেন্টিনার বিপক্ষে শিরোপার লড়াইয়ে মাঠে নামছে ফ্রান্স। তবে তার আগে এক ভাইরাস আতঙ্ক ছড়াচ্ছে ফ্রান্স শিবিরে।

‘ক্যামেল ভাইরাস’ জ্বরে ভুগে মরক্কোর বিপক্ষে সেমিফাইনালের ম্যাচে খেলতে পারেননি ফ্রান্সের ডিফেন্ডার দায়োত উপামেকানো ও আন্দ্রিয়াঁ রাবিও। এবার ফাইনালের আগে সেই একই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফরোয়ার্ড কিংসলি কোমান।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফরাসি কোচ দিদিয়ের দেশাম রাবিও উপামেকানোর শারীরিক অবস্থা সম্পর্কে বলেন, ‘এটা ভাইরাসের মৌসুম। আমাদের এখন সতর্ক থাকতে হবে। আবহাওয়ার বিশাল পরিবর্তনের কারণে তাদের রোগ-প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। কোমানও জ্বরে আক্রান্ত হয়েছে। তবে ফাইনালের আগে আমাদের হাতে এখনও চারদিন আছে। আশা করি রোববারের মধ্যে সবাই ঠিক হয়ে যাবে।

কাতারে সব সময় শীতাতপ নিয়ন্ত্রিত বাতাসে থাকা এবং রাত ও দিনের তাপমাত্রার তারতম্যের সঙ্গে মানিয়ে নিতে না পারার কারণে এই ফ্লুতে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটতে পারে বলে চিকিৎসকরা মনে করছেন।

সুত্র; সময় নিউজ