জমকালো আয়োজনে সরই গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা সম্পন্ন

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ২৬, ২০২৩

 

(বিশেষ প্রতিনিধি)

জমকালো আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানের লামা উপজেলার সরই গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট”২০২৩ইং এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (২৫ জুন”২০২৩ইং) বিকেলে সরই ইউনিয়নের হাছপাড়া এলাকা সংলগ্নে একটি মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফাইনাল খেলায় সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ইদ্রিস কোম্পানির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম জহির। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ হারেছ কোম্পানি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম, সরই কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হাবিবুর রহমান, লামা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, ডলুছড়ি বাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ তৌহিদুল ইসলাম, মিনিস্টার বাগানের ব্যবস্হাপনা পরিচালক মোঃ সাহাব উদ্দিন, সাংবাদিক মোঃ তৈয়ব আলী, মোঃ আনোয়ার হোসেন, কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল মোঃ রাশেদ, সরই ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীন জানু, সৌদি প্রবাসী একরামুল হক, সরই কাঠ ও বাঁশ ব্যবসায়ী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন সহ ক্রীড়া প্রেমীরা।

ফাইনাল খেলায় মিনিস্টার বাগান ফুটবল একাদশ বনাম দক্ষিণ সুখছড়ী ক্রীড়া সংঘ ফুটবল একাদশ দলের খেলা অনুষ্ঠিত হয়। দুই শক্তিশালী দলের টান টান উত্তেজনাময় এই খেলায় মিনিস্টার বাগান ফুটবল একাদশ ২-০ গোলে দক্ষিণ সুখছড়ি ক্রীড়া সংঘ ফুটবল একাদশ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়ার মাঝে সকলের সুস্থতা নির্ভর করে আর পড়ালেখা ও বিভিন্ন পেশার পাশাপাশি আমাদের সকলকে ক্রীড়ার প্রতি মনোযোগি হতে হবে। এসময় চ্যাম্পিয়ন হওয়া দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি বর্ণাঢ্য আয়োজনে সরই ফুটবল টুর্নামেন্ট সফল ভাবে সমাপ্তি করতে পারায় খেলা পরিচালনা কমিটির সকলকে ধন্যবাদ জানানো হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন দল , রানার্স আপ দল, ম্যান অফ দ্যা ম্যাচ, সেরা গোলকিপার, সেরা খেলোয়াড়কে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন মোঃ নাছির উদ্দীন, মোঃ আলমগীর, মোঃ মনছুর। ধারাভাষ্যকারে ছিলেন মোঃ সাইফুল ইসলাম।

টুর্ণামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনায় ছিলেন সরই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল আলম, মোঃ শেফায়েত, মোঃ জাবেদ, মোঃ পারভেজ, মোঃ নাজমুল, মোঃ নেছার, মোঃ মামুন, মোঃ হানিফ, মোঃ আরিফ, মোঃ তারেক, মোঃ জিয়াবুল, মোঃ মিনহাজ, মোঃ নাঈম সহ আরও অনেকেই।