কক্সবাজার শহরের কলাতলীতে ট্রাক চাপায় ২ জন নিহত, আহত ১৫ জনের ও বেশি

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ৭, ২০২১

নিজস্ব প্রতিনিধিঃ
কক্সবাজারের কলাতলীস্থ ডলফিন মোড়ে সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি ষ্টেশনে অবস্থানরত পর্যটকদের চাপা দিলে ২ জনের প্রাণহানির ঘঠনা ঘঠে । শেষ খবর পাওয়া পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে একজন ও পরে সদর হাসপাতালে একজন। এ ঘটনায় তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং কয়েকজনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়ার পাঠানো হয়েছে। আরও অন্তত ৫-৬ জন ট্রাকের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা প্রত্যক্ষদর্শীরা।

শনিবার (৬ মার্চ) রাত ১১ টায় কলাতলীর ডলফিন মোড়ের হোটেল ওয়ার্ল্ড বীচ রির্সোটের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধারে কাজ করছে কক্সবাজার ফায়ার সার্ভিস ও ট্রাফিক পুলিশ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম দুজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, এখনও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার বাস টার্মিনাল থেকে কলাতলীর ঢালে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিমেন্ট বোঝাই ট্রাক দুটি সিএনজি অটোরিকশা এবং দুটি ইজিবাইককে চাপা দেয়। এতে প্রায় ১০-১৫ জন ট্রাকের নিচে চাপা পড়ে।

এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, পৌর মেয়র মুজিবুর রহমান, পুলিশ সুপার মো. হাসানুজ্জামানসহ সংশ্লিষ্টরা।

ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সোলতান ঘটনাস্থল থেকে জানান, টার্মিনাল থাকলেও অদৃশ্য কারণে বাইপাস সড়কের উভয় পাশে কলাতলীর বিচ পয়েন্ট এলাকা পর্যন্ত বিভিন্ন ধরনের বাস এবং পর্যটকসেবী যানবাহন পার্কিং করে রাখে। ফলে ছোট-বড় দুর্ঘটনা ও যানজট নৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এছাড়া একটু রাত হওয়ায় ঢালুতেও বেপরোয়াভাবে নামতে গিয়ে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত। সুষ্ঠু তদন্ত করে এ ঘঠনার বিহিত ব্যবস্থা নেয়ার দাবি জানান চেয়ারম্যান টিপু।

( সীমান্তবাংলা / শা ম / ৭ মার্চ ২০২১)