কক্সবাজারে র‍্যাবের হাতে ১০ হাজার ইয়াবাসহ ৫ মাদককারবারী আটক

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ২২, ২০২১

বিশেষ প্রতিবেদকঃ
কক্সবাজার জেলার রামু থানাধীন জোয়ারিয়ানালা বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন
করে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৫ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে
র‌্যাব-১৫।

দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম কারণ হচ্ছে মাদকাসক্তি। মাদকাসক্তির ভয়াল থাবা প্রতিনিয়ত আমাদের সমাজকে ধ্বংস করে ফেলছে। দেশব্যাপী মাদকদ্রব্যের বিস্তাররোধ এবং দেশের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য
র‌্যাবের মাদক বিরোধী অভিযান দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক বিশেষভাবে প্রশংসিত হয়ে
আসছে।

তারই ধারাবাহিকতায়, র‌্যাব-১৫, কক্সবাজার, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,
কতিপয় মাদক কারবারী দুইটি মোটরসাইকেল যোগে মাদকদ্রব্য ইয়াবা বহন করে কক্সবাজার থেকে।


চকরিয়ার দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল
( ২১ মার্চ ২০২১) আনুমানিক বিকেল ৩ টার সময় কক্সবাজার জেলার রামু থানাধীন জোয়ারিয়ানালা
বাজার সংলগ্ন রশিদ মাকের্টের সামনে প্রধান সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে কক্সবাজারের দিক হতে আসা দুইটি মোটরসাইকেল চেকপোস্টের সামনে আসলে র‌্যাব সদস্যগণ মোটরসাইকেল দুইটিকে থামানোর সংকেত দিলে
মোটরসাইকেলসহ পাঁচজন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী ১। রামু জোয়ারিয়া নালার আঃ হাফেজ (৩০),
পিতা- ছগির আহম্মেদ, ২। রামু থানার নন্দাখালীর মোঃ সাইফুল ইসলাম (২০), পিতা- মোঃ ইউসুফ ৩। টেকনাফ থানার সাবরাং এর মোঃ জালাল উদ্দিন (২২), পিতা- মৃত মোজার মিয়া, ৪। রামু চাকমার কুলের আব্দুল কাদের (৩০), পিতা- মোহাম্মদ হোসেন ৫। টেকনাফের সাবরাং ইউপির সামছুল আলম (৩৩), পিতা- মৃত এখলাছ মিয়া আসামীদ্বয়কে আটক করে।


পরবর্তীতে উপস্থিতজনসম্মুখে ধৃত আসামীদের হেফাজতে থাকা দুটি মোটরসাইকেলের সিটের নিচ থেকে
বিশেষভাবে লুকায়িত অবস্থায় মোট ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা টেকনাফের
সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

আটক হওয়া আসামীদের পরবর্তী আইনানানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রামু থানায় হস্থান্তর করা হয়।

সীমান্তবাংলা / শা ম/ ২২ মার্চ ২০২১