ঘুমধুমে ভাষা শহীদের স্বরণে শোক র‍্যালী

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২১

 

নিজস্ব প্রতিবেদকঃ

বান্দরবানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে অমর ২১ ফেব্রুয়ারি মহান ‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তুমব্রু সোনার বাংলা সমবায় সমিতি শোক র‍্যালী প্রদক্ষিণ করেছেন।
র্র্যালিটি সমিতি অফিস থেকে শুরু করে তুমব্রু বিওপি হয়ে উত্তর পাড়া জামে মসজিদ প্রদক্ষিন করে মরহুম শিক্ষক জহির আহমদ চত্বরে এসে শেষ হয়।

সোনার বাংলা সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইমরান এর নেতৃত্বে ২১ ফেব্রুয়ারী সকালে উক্ত  র‍্যালিটি প্রদক্ষিণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন ঘুমধুম ইউপি চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আজিজ, আব্দুর রহিম শাওন প্রধান শিক্ষক তুমব্রু সরকারি প্রাঃবিঃ, ইউপি সদস্য শফিকুল ইসলাম, ইউপি সদস্য দিল মোহাম্মদ, সাংবাদিক মাহমুদুল হাসান, আকতার উদ্দিন উপদেষ্ঠা সোনার বাংলা সমবায় সমিতি, রশিদ আহমদ, উপদেষ্ঠা সোনার বাংলা সমবায় সমিতি, হাফেজ আমান উল্লাহ বুলবুল, আজিজুল বশর অর্থ সম্পাদক সোনার বাংলা সমবায় সমিতি, জায়েদ আল মোক্তাদির, প্রমূখ।

( সীমান্তবাংলা/ শা ম/ ২২ ফেব্রুয়ারী ২০২১)