২২৫ ক্যান বিয়ারসহ ১ জন মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব -১৫

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২১

বিশেষ প্রতিনিধিঃ
কক্সবাজার জেলার রামু থানাধীন হোপ হসপিটালের সামনে অভিযান চালিয়ে ২২৫ ক্যান বিয়ার সহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার
করেছে র‌্যাব-১৫।

বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম কারণ হচ্ছে মাদকাসক্তি।
মাদকাসক্তির ভয়াল থাবা প্রতিনিয়ত আমাদের সমাজ ও পরিবারকে ধ্বংস করে ফেলছে। দেশব্যাপী
মাদকদ্রব্যের বিস্তাররোধ এবং দেশের যুব সমাজকে মাদকাসক্তের ভয়াল থাবা থেকে রক্ষা করতে প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাবের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে।

তারই ধারাবাহিকতায়, র‌্যাব-১৫, কক্সবাজার, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে
যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার রামু থানাধীন দক্ষিন মিঠাছড়ি ইউপির ০৯ নং
ওয়ার্ডস্থ হোপ হসপিটালের সামনে প্রধান সড়কের উপর মাদকদ্রব্যসহ অবস্থান করছে। উক্ত
সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল (৮ ফেব্রুয়ারী ২০২১)
আনুমানিক ১ টার সময় উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে
২ জন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আসামী মিনহাজুল আবেদীন নয়ন (১৯), পিতা-
মোঃ জাকারিয়া, সাং- মনিরঘোনা, ০১ নং ওয়ার্ড,
ইউপি+ পোঃ- হোয়াইক্যং, থানা- টেকনাফ আটক করে এবং অপর আসামী পালিয়ে যায়।

আটক আসামীকে পালানোর কারন জিজ্ঞাসা করলে সে জানায়, তার নিকট মাদকদ্রব্য (বিয়ার) আছে। পরবর্তীতে উপস্থিত জনসম্মুখে আটক আসামীর
কাছে থাকা বস্তা তল্লাশী করে ২২৫ (দুইশত পঁচিশ) ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে এবং পলাতক আসামী দীর্ঘদিন
যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

সুত্রঃ র‍্যাব -১৫ ( কক্সবাজার)
( সীমান্তবাংলা/ শা ম / ৮ ফেব্রুয়ারী ২০২১)