ফেসবুকে মুহম্মদ (সা.) কে কটূক্তি, শিক্ষার্থী গ্রেপ্তার

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০১৯

ময়মনসিংহ প্রতিনিধি: মহানবী হযরত মুহম্মদ (সাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করায় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী অন্তর সরকারকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম।

মাহমুদুল ইসলাম জানান, মহানবী হযরত মুহম্মদ (সাঃ) কে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক স্ট্যাটাস দেয়ায় পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল বিভাগের ৫ম পর্বের শিক্ষার্থী অন্তর সরকারকে গ্রেপ্তার করা হয়।

ফেসবুকে কটূক্তি করায় তার স্ট্যাটাস ভাইরাল হলে পলিটেকনিকের শিক্ষার্থীরা তাকে আটক করে অধ্যক্ষের হাতেতুলে দেয়। পরে অধ্যক্ষ খবর দিলে পুলিশ অন্তর সরকারকে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হবে বলেও জানান ওসি মাহমুদুল।

এদিকে কটূক্তি করার খবর ছড়িয়ে পড়লে অন্তর সরকারের ফাঁসির দাবিতে ইত্তেফাকুল ওলামার উদ্যোগে বিভিন্ন মাদ্রাসা থেকে শিক্ষার্থী ও শিক্ষকরা মিছিল নিয়ে এসে পলিটেকনিক মাঠে সমাবেশ করে।

এসময় ইত্তেফাকুল ওলামার নেতা মুফতি মুহিবুল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন, মুফতি মাহমুদুল্লাহসহ বক্তারা অন্তর সরকারের ফাঁসি দাবি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।