চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ ভারতীয় কীটনাশক কালটারসহ আটক ১

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১

 পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে আমগাছে ব্যবহৃত নিষিদ্ধ কীটনাশক কালটারসহ মোঃ মাসুদ রানা (২৬) নামে এক যুবককে আটক করেছে।

রবিবার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চককীর্তি এলাকার একটি আমবাগানে অভিযান চালায় র‌্যাব-৫ সদস্যরা। ধৃত ব্যক্তি হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের রাণীবাড়ী চানপুর গ্রামের মোঃ আশরাফুল ইসলামের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল জানতে পারে শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চককীর্তি হাইস্কুল এন্ড কলেজ গেট সংলগ্ন আমবাগানে ভারতীয় হরমোন জাতীয় কীটনাশক বিক্রয় করছে।

এ তথ্যের ভিত্তিতে কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান এবং স্কোয়াড কমান্ডার মোঃ ওমর আলী’র নেতৃত্বে র‌্যাব সদস্যরা আজ রবিবার দুপুর সোয়া ১২ টার দিকে উক্ত স্থানে অভিযান চালিয়ে ১৪ লিটার ভারতীয় কীটনাশক কালটারসহ তাকে আটক করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

 সীমান্তবাংলা/রম/০৩ আক্টোবর ২০২১