বিরামপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মে ২৮, ২০২১

নূরে আলম সিদ্দিকী (দিনাজপুর) :
দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু।

সভায় উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন গুরুত্ব স্থানে সাধারণ মানুষের নিরাপত্তা, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধ, মহামারি করোনা মোকাবেলায় সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশ বন্ধ ও উপজেলার সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।

সভায় অন্যান্যের মধ্যে বিরামপুর পৌরমেয়র মো. আক্কাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, কুলসুম আক্তার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাওছার আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার, ২নং কাটলা ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

সীমান্ত বাংলা ডেস্ক/২৮ মে/এডমিন/ইবনে

 

সংবাদটি শেয়ার করূন