নাটোরের লালপুরে মারপিটের মামলায় ৫জন আসামীর জামিন নামঞ্জুর

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩

 

মোঃ রেজাউল করিম
নাটোর জেলাপ্রতিনিধি

নাটোরের লালপুরে পূর্ব শত্রুতার জেরে মারপিটের মামলার ৫জন আসামির জামিন নামঞ্জুর করে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার চংধুপইল ইউনিয়ন নাবিরপাড়া গ্রামের ফজলুর রহমান (৪১) পিতা মৃত জয়েন উদ্দিন এর সাথে তাহার ভাই ভাতিজাদের মধ্যে দীর্ঘ দিনের জমি-জমা নিয়ে বিরোধ কে কেন্দ্র করে ওই গ্রামের ১১ জুলাই মঙ্গলবার বিকেলে লোকমান আলীসহ কয়েকজন দলবদ্ধ হয়ে ফজলুর রহমান ও তাহার ভাই ময়েনউদ্দিন সহ পরিবারের লোকজন কে মারপিট করায় ৪/৫ জন আহত হয়, পরে আহতদের আত্বীয় স্বজন তাদের চিকিৎসার জন্য বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। উক্ত ঘটনায় ফজলুর রহমান বাদি হয়ে লালপুর থানায় ১৩ জনকে আসামী করে এজহার দায়ের করেন।

২৪ জুলাই সোমবারে আসামিরা নাটোর জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে লালপুর আমলী আদালতের বিচারক মোসলেম উদ্দিন লালপুর থানার ওসি উজ্জ্বল রহমানের তদন্ত রিপোর্ট পর্যবেক্ষন করে ৫জন আসামির জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।