নাইক্ষ্যংছড়ি থানায় নতুন ওসি টান্টু সাহা,আলমগীর হোসেন রুমায়

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২

 

এম. এ. রহমান সীমান্ত ঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হিসেবে যোগ দিচ্ছেন টান্টু সাহা। অন্যদিকে, বিদায়ী ওসি মো. আলমগীর হোসেনকে বদলি করা হয়েছে রুমা থানায়। জানা যায়, আগামীকাল ২৮ ফেব্রুয়ারি (সোমবার) টান্টু সাহা বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে দায়িত্বভার বুঝে নেবেন।

এদিকে বিদায়ী ওসি মো. আলমগীর হোসেন নাইক্ষ্যংছড়িতে দায়িত্ব পালন কালীন সময়ে মাদক বিরোধী অভিযানে প্রশংসিত হয়েছিলেন।পরপর ১০ বার পুরস্কৃত হন।

নতুন ওসি টান্টু সাহা ইতোপূর্বে চাঁদপুর পুলিশের বিশেষ শাখা থেকে বান্দরবান পুলিশ লাইনে যোগ দিয়েছিলেন। পরে তাকে নাইক্ষ্যংছড়ি থানায় বদলি করা হয়।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অর্নাস) এবং এমএসসি পাশ করে টান্টু সাহা ২০০১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন।

নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা নাইক্ষ্যংছড়ি সীমান্ত ও আশপাশ এলাকায় ছড়িয়ে পড়া ইয়াবার বিরুদ্ধে পূর্বের ন্যায় কঠোর হওয়ার পাশাপাশি এলাকার আইন শৃংখলা ও মানুষের মাঝে শান্তি সম্প্রীতি উন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান।

সীমান্তবাংলা / ২৮ ফেব্রুয়ারী ২০২২