টেকনাফে অপহৃত ভিকটিম সাইফুল ইসলাম(২৬) কে উদ্ধার করেছে র‍্যাব -১৫

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২১

শাহীন মঈনুদ্দীনঃ

কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন কাটাবনিয়া এলাকায় অভিযান চালিয়ে ০১ জন অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন হতেই আইন-শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন
করে আসছে। কক্সবাজার জেলাকে মাদকের ভয়াল থাবার কালোঘ্রাস থেকে রক্ষা করার জন্য জিরো
টলারেন্স নীতি অবলম্বন করে দিন-রাত সাফল্যের সাথে অভিযান পরিচালনা করে আসছে। মাদকের
বিরুদ্ধে অভিযানের পাশাপাশি র‌্যাব-১৫ প্রতিষ্ঠালগ্ন হতে সাফল্যের সহিত জনকল্যাণে
বিভিন্ন অভিযান পরিচালনা করে জনসাধারণের আস্থা অর্জনে দৃষ্টান্ত স্থাপন করে এসেছে।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৫, কক্সবাজার( ১৮ ফেব্রুয়ারী ) ২০২১ তারিখ বিস্বস্থ সুত্রে
জানতে পারে যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন কাটাবনিয়ার জনৈক কাশেম এর
বাড়িতে একজন লোককে কতিপয় অহপরণকারীরা অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ দাবি
করেছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি আভিযানিক দল (১৮ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার ৮- ৪৫ মিনিটের সময় উক্ত বাড়িতে পৌঁছালে অপহরণকারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। উক্ত বাড়ি হতে র‌্যাব অপহৃত ভিকটিম মোঃ সাইফুল
ইসলাম(২৬) পিতা-মৃত শুকুর আলী, ইউপি/পোঃ বাজিতপুর জেলাঃ কিশোরগঞ্জকে উদ্ধার করে।

 

 

পরবর্তীতে ভিকটিমকে
জিজ্ঞাসাবাদে ভিকটিম জানায় যে, গত (১৪ ফেব্রুয়ারী) ২০২১ ইং তরিখ অপহরণকারী ১)
মোঃ বাচ্চু (২৭) কিশোরগঞ্জ ভিকটিমকে কাজ দিবে বলে নিজ এলাকা থেকে টেকনাফ নিয়ে যায় এবং
কৌশলে অপহরণকারী ২) মোঃ কাসেম (৬০), পিতাঃ মৃত- কালো মিয়া, ৩) মোঃ জুনাইদ
(২৫) থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজার এর বাড়িতে আটকে রেখে মুক্তিপন দাবি করে এবং
মুক্তিপণ দিতে ব্যর্থ হওয়ায় ভিকটিমকে ঘরের মধ্যে আটকে রেখে রীতিমতো মারধর করে।

র‍্যাব আরো জানায়, পলাতক অপহরণকারীদের গ্রেফাতারের চেষ্টা অব্যাহত আছে।

(সীমান্তবাংলা/ শা ম/ ১৯ ফেব্রুয়ারী ২০২১)