চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকসহ ভারতীয় শাড়ি উদ্ধার

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১

পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্তে পৃথক তিনটি অভিযানে ইয়াবা, হেরোইন, বিদেশী মদ, ভারতীয় শাড়ি ও শাল উদ্ধার করেছে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদস্যরা। সোমবার সন্ধ্যা ৬টার দিকে সোনামসজিদ সীমান্তের চুলকানিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১’শ গ্রাম হেরোইন ১৯৬ পিস ইয়াবা ও ৮ বোতল বিদেশী মদ উদ্ধার করে। যার আনুমানিক মুল্য ২ লক্ষ ৭০ হাজার ৮০০টাকা।

অপর অভিযানে সোমবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে ছত্রাজিতপুর এলাকায় বাড়ি ও দোকান তল্লাসী করে ভারতীয় শাড়ি ও শাল চাদর উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বিজিবি ও আনসার বাহিনীর ট্যাক্সফোর্স। আটক শাড়ি ও শালের মুল্য ৫ লক্ষ ১৭ হাজার ৮০০ টাকা।

অপরদিকে, মঙ্গলবার বেলা ১১ টার দিকে এক অভিযানে সোনামসজিদ সীমান্তের পিরোজপুর গ্রাম হতে মালিকবিহীন ১০৫ গ্রাম হেরোইন উদ্ধার করে বিজিবি সদস্যরা। যার মুল্য ২ লক্ষ ১০ হাজার টাকা। আটক হেরোইন, ইয়াবা, বিদেশী মদ, শাড়ি ও শাল চাদরের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে এক প্রেসনোটে নিশ্চিত করেছেন রহনপুর ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি।

সীমান্তবাংলা/রম/০৭ ডিসেম্বর ২০২১