চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র পৃথক অভিযানে চোলাই মদ ও পাতার বিড়ি আটক

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২২

 

পারভেজ মামুন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র পৃথক ৩টি অভিযানে ৬০ লিটার চোলাই মদ, ৫শ’ ৪৩ বোতল ফেন্সিডিল, ৬শ’ ১৮ প্যাকেট পাতার বিড়ি, ৮৩ কেজি বিড়ির পাতা ও ৩২ কেজি বিড়ির তামাক আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
মঙ্গলবার দিবাগত রাতে শিবঞ্জের শ্বশানঘাট, পারচৌকা ও শিয়ালমারা নামক স্থানে পৃথক অভিযান চালিয়ে এ সমব মাদক আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নিজস্ব তথ্যের ভিত্তিতে কামালপুর
বিওপির সীমান্ত পিলার ১৮৭/১০-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিয়ালমারা গ্রাম নামক স্থানে
মালিকবিহীন ৬০ লিটার চোলাই মদ, ১টি জারিকেন, ৩টি এ্যালুমিনিয়াম পাতিল ও ২ কেজি চিনি আটক করা হয়।
এদিকে বিজিবি’র অপর অভিযানে চৌকা বিওপির সীমান্ত পিলার ১৭৫ মেইন হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পারচৌকা নামক স্থানে মালিকবিহীন ৬১৮ প্যাকেট পাতার বিড়ি, ৮৩ কেজি বিড়ির পাতা এবং ৩২ কেজি বিড়ির
তামাক আর সোনামসজিদ বিওপির সীমান্ত পিলার ১৮৫/৮-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্বশানঘাট নামক স্থানে মালিকবিহীন ৫৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করা হয়।
করতে সম হয়।
এ তিনটি ঘটনায় আইনগত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে