চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ গ্রেফতার ২

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১

পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন আমনুরা ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি অপারেশন দল।

একটি বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে, বুধবার গোয়েন্দা সংস্থা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযানটি পরিচালনা করে।
আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার আজমতপুর গ্রামের আবছার হোসেনের ছেলে সুজন আলী ও আজমতপুর হুদমাপাড়া এলাকার সেন্টুর ছেলে জেম।
মোটরসাইকেলের ভিতরে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ১০০ বোতল ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উদ্ধার করতে সক্ষম হয়। তারা দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন উপায়ে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল।

জেলা ডিএনসি কার্যালয়ের অফিসার পরিদর্শক- রায়হান আহমেদ খানের নেতৃত্বে , সোহেল রানা, আরিফ, জাহিদসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডিএনসির মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন সহকারী পরিচালক আনিছুর রহমান খান।

সীমান্তবাংলা/রম/০৪ নভেম্বর ২০২১