চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে হেরোইন ও ফেনসিডিল উদ্ধার বিজিবির

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১

পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে হেরোইন ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৭১৫ গ্রাম হেরোইন ও ৪৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ৪ নভেম্বর বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সোনামসজিদ বিওপির সুবেদার মো. হাফিজুর রহমানের নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাটলপাড়া আমবাগানে অভিযান চালায়। অভিযানে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৫১০ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, বিএসবি তথ্যের ভিত্তিতে ৪ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আব্দুল্লাপাড়া আমবাগানে অভিযান চালায়। এই অভিযানে সেখান হতে মালিকবিহীন অবস্থায় ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। ৫৯ বিজিবির অধিনায়ক আরো জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল ৭টার দিকে তেলকুপি বিওপির নায়েক হাসিমুদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/৮-এস হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি লম্বা গ্রামে অভিযান চালায়।

এই অভিযানে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ২ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়া নিজস্ব তথ্যের ভিত্তিতে ৪ নভেম্বর দিবাগত মধ্যরাতে শিয়ালমারা বিওপির হাবিলদার ফরিদুল ইসলামের নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ১৮৯/৭-এস হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফতেপুর মাঠে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়াও নিজস্ব তথ্যের ভিত্তিতে ৪ নভেম্বর দিবাগত মধ্যরাতে কামালপুর বিওপির নায়েব সুবেদার নুরুল ইসলামের নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ১৭৯/৭-এস হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে খাসপাড়া নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৩৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও নিজস্ব তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার সকাল ৯টায় চকপাড়া বিওপির নায়েব সুবেদার রেনু মিয়ার নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ১৮৪ মেইন হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নলডুবি নামক স্থান হতে মালিকবিহীন ১৫৫ গ্রাম হেরোইন উদ্ধার করে।

 সীমান্তবাংলা/রম/০৫ নভেম্বর ২০২১