চাঁপাইনবাবগঞ্জে করোনায় আরো ৪ জনের মৃত্যু

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ২৯, ২০২১

 

পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-

চাঁপাইনবাবগঞ্জে করোনা আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তারা সদর উপজেলার বাসিন্দা।
এই তথ্য নিশ্চিত করে সিভিল সার্জন ডা. জাহিদ চৌধুরী বলেন- মারা যাওয়া ব্যক্তিরা করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে সরাসরি ভর্তি হয়েছিলেন। তারা চারজনই নারী। তাদের একজনের বয়স ৬০, একজনের ২৫, একজনের ৯৬ ও একজনের ৬০ বছর। এই নিয়ে জেলায় করোনার দুই ঢেউয়ে ১০৮ জনের মৃত্যু হলো। এর মধ্যে দ্বিতীয় ঢেউয়ে গত প্রায় চার মাসেই মারা গেলেন ৯৪ জন এবং প্রথম ঢেউয়ে মারা যান ১৪ জন।
সিভিল সার্জন আরো জানান, ২০২০ সালের ১ মার্চ থেকে শুরু করে গত ২৮ জুন পর্যন্ত জেলায় ২৩ হাজার ৫৯৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৭৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৮৮৩ জন। ৩৯২ জনের ফলাফল এখনো পাওয়া যায়নি। চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৮৩ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছে ৭৪ জন।

সীমান্তবাংলা /২৯ জুন ২০২১