চাঁপাইনবাবগঞ্জের রানিহাটী ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ২, ২০২২

পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-

ভাত ও ভোটের অধিকার রক্ষায় এবং সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ বিনির্মাণে আমাদের করনীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ রানিহাটী ইউনিয়ন শাখার আয়োজনে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবুডাইং এলাকায় বুধবার (২ মার্চ) বেলা ১১ টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রানিহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ।

মত বিনিময় সভায় রানিহাটী ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ মফিজ উদ্দিন (মেম্বার), সাবেক সাধারণ সম্পাদক মোঃ ভিখারুল ইসলাম সহ ইউনিয়ন কমিটি ও প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ইউনিয়নের সাংগঠনিক অবস্থান ও বিভিন্ন বিষয় নিয়ে মত প্রকাশ করেন।
সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ বলেন, আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, তা এ সভায় আমাদের ওয়াদা করতে হবে। এভাবেই নিজ নিজ অবস্থান থেকে দলের প্রতিটি নেতাকর্মীদের কাজ করতে হবে। ব্যক্তি স্বার্থে নয়, জনগণের কল্যাণে পদের দায়িত্ব পালন করতে হবে। আওয়ামী লীগ এদেশের গণমানুষের সংগঠন। তাই সবসময় মাথায় রাখতে হবে, আমাদের কোন আচরণে, কোন কর্মকান্ডে কোন মানুষ যেন কখনো কষ্ট না পায়।

আওয়ামী লীগ দলের উপর মানুষের আস্থা আছে, আমাদের সেই আস্থা ধরে রেখে গণমানুষের জন্য কাজ করতে হবে। দলের নেতাকর্মীদের নিয়েই আমাদের সংসার। এই সংসারের ছোট ছোট ভূল বোঝাবুঝি ভূলে দলের প্রয়োজনে সকলকে সংগঠিত হতে হবে। এছাড়া, পরবর্তি সকল নির্বাচনে দলীয় আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করবে, তারা দলের কেউ না।
সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব-উল-ইসলাম শামীম।

সীমান্তবাংলা/রম/০২ মার্চ ২০২২