কক্সবাজারের উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ১২ কোটি টাকার ৪ লক্ষ পিস ইয়াবা উদ্ধার

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২১
মোস‌লেহ উ‌দ্দিন,উখিয়া :: বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি-৩৪ কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১২ কোটি টাকার ৪ লক্ষ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে।

কক্সবাজারস্থ ৩৪ বিজিবি ৮ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে।

উক্ত সংবাদের ভিত্তিতে বুধবার বিজিবি‘র একটি টহল দল উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা নামক স্থানে অবস্থান করে।

পরবর্তীতে বুধবার গভীর রাতে ৮/১০ জনের চোরাকারবারীরা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে।

এক পর্যায়ে বিজিবি তাদের ধাওয়া দিলে চোরাকারবারীরা লুঙ্গিতে মোড়ানো ছোট আটটি ব্যাগ ফেলে অন্ধকারে মিয়ানমার সীমান্ত অতিক্রম করে গহীন জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে উক্ত স্থানে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ৪ লাখ পীস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার বাজার মূল্য-১২ কোটি টাকা।

এ ব্যাপারে কক্সবাজারস্থ ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান,মাদক উদ্ধারের ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সীমান্তবাংলা/ শা ম/ ৯ এপ্রিল ২০২১