ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০২৪
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদী মডেল কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর শনিবার সকালে নরসিংদী ড্রিম হলিডে পার্কে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০২৫ সালের ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নরসিংদী মডেল কলেজের অধ্যাপক মো: মাহবুবুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মন্জুর এলাহী। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জাতীয় বিশ^বিদ্যালয়ের ডিন, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষনা কেন্দ্র ড. ফকির রফিকুল আলম (কিরণ), প্রধান আলোচক ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: আমিরুল হক শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো: নুরুল ইসলাম, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র কনসালটেন্ট ডা. আরিফুল হক (শুভ), নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম, নরসিংদী মডেল কলেজের পরিচালক মো: জাকারিয়া প্রধান, ওমর ফারুক ভূইয়া, আতিকুল ইসলাম, নূরুল আমিন সানি, মোস্তফা আল-আমিন ও এসএম খাদিজা আক্তার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি জ্ঞান আরোহনে বিজ্ঞান, ইতিহাস ও সাংস্কৃতিকমূলক বই পড়তে হবে। নিজের মেধাকে বিকশিত করতে হবে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে, নিজেদের দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে। সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশের সেবায় নিয়োজিত হতে হবে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কলেজের ছাত্র-ছাত্রী ও অতিথি শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।