নরসিংদীতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষককে বদলি

Date:

নরসিংদী প্রতিনিধি:
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তারকে বদলি করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সরকারি মাধ্যমিক শাখার সহকারী পরিচালক (মাধ্যমিক-১) দুর্গা রানী সিকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তার, নরসিংদী সদর, নরসিংদীকে কালিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালিগঞ্জ, গাজীপুরে এবং কালিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আহেদকে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নরসিংদী সদর, নরসিংদীতে পরবর্তী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বদলিভিত্তিক পদায়ন করা হয়েছে।

জানা যায়, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তারের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ে প্রবেশে বাধা, শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ, নিম্নমানের খাবার পরিবেশন ও অসৌজন্যমূলক আচরণসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলেন শিক্ষার্থীরা। যার প্রেক্ষিতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা।

এ দিকে সোমবার (২৯ জানুয়ারি) সকালে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান ফটকে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে ক্লাস বর্জন করেন। তবে এ সময় শিক্ষকদের স্কুলের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। পরে প্রধান শিক্ষকের বদলির খবরে আন্দোলনরত শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মাদক কারবারে পাচারকারী আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার

মায়ানমার থেকে অবৈধভাবে প্রবেশ করা সিগারেট, স্বর্ণের বার, ইয়াবাসহ...

নরসিংদীতে বজ্রাঘাতে মা-ছেলেসহ ৪ জন নি’হ’ত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জমিতে ধান কাটার কাজ করার সময় বজ্রাঘাতে...

সংবাদ প্রকাশের জের:পাচার কালে জ্বালানী তেল জব্দ:টহলদলের গাড়ীতে হামলা:অধরা চোরাকারবারি

  এম.এ.রহমান সীমান্ত: গত কয়েকদিন ধরে দৈনিক গণসংযোগ পত্রিকায় ববস্তুনিষ্ঠ ও...

সিরাজগঞ্জ ২১৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, কাভার্ড ভ্যান জব্দ।

  মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সিরাজগঞ্জে র‌্যাব-১২’র অভিযানে...