২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে রামুতে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: আগস্ট ২১, ২০২২

 

কামাল শিশির, রামু।

বিএনপি জোট সরকার কতৃক তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০০৪ সালের ২১শে আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় হত্যার অপচেষ্টা ও আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীকে হত্যার প্রতিবাদে রামু উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ২১ শে আগস্ট বিকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

রামু উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।
বক্তব্য তিনি বলেন, খালেদা জিয়ার কুপুত্র তারেক জিয়ার নেতৃত্বে সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে ১৪ টি বোমা হামলা করে। আইভি রহমান সহ ২৪ জন নিহত হন এবং ৩শ নেতাকর্মী আহত হন। হুশিয়ার করে বলতে চাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নেত্রীর জন্য জীবন দেয়ার প্রস্তুত রয়েছে। এসময় তিনি ঘাতক খুনিদের ফাঁসি দাবি করেন।

রামু উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু তপন বড়ুয়ার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী।

এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুর হোসেন মেম্বার, সহ সভাপতি হানিফ বিন নজির, সহ সভাপতি মাষ্টার নুরুল আমিন, নুরুল ইসলাম বকুল, যুগ্ম সম্পাদক মৃনাল বড়ুয়া, সুর্জন শর্মা, নুরুল কবির হেলাল, অর্থ সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক ইউনুচ রানা চৌধুরী, জুনায়েদ বিপ্লব, নুরুল হক চৌধুরী, রামু উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউনুচ খানঁ, ফিরোজ মিয়া, ওবায়দুল হক, রামু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল হক কোম্পানি, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কচ্ছপিয়া ইউনিয়ন সভাপতি জাকের আহমদ, সা: সম্পাদক মঞ্জুর ইসলাম , জোয়ারিয়ানালা ইউনিয়নের সভাপতি কামাল বোরহান উদ্দিন শাহান, সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন সিকদার, রশিদ নগর ইউনিয়ন সভাপতি বজল আহমদ বাবুল, সাধারণ সম্পাদক সায়েম মোঃ শাহীন, ফতেঁখারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম, সাধারন সাধারন সাধারন মিজানুর রহমান বাদল, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুর আলম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রানা, রাজারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরওয়ার কামাল সোহেল,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বদীপ শর্মা ,চাকমারকুল ইউনিয়ন সভাপতি নাসির উদ্দীন সিকদার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউছুপ মেম্বার, সা: সম্পাদক মারুফ , ঈদগড় ইউপি সভাপতি হাজ্বী নুরুল আলম, সা: সম্পাদক কায়েস বাঙ্গালী সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।